রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় নাভিদ ইসলাম আনন্দ (১৭) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত নাভিদ ইসলাম বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
শুক্রবার (২ জুন) সকাল ৮ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শাহীন রেজা বলেন, সকালে ওই ছেলে মোটরসাইকেল নিয়ে রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যায়।
পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার ওসি মোফাক্কারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ট্রাকের সাথে একটি মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। ছেলেটি চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে।
তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্হা নেয়া হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০