রাজশাহীর পুঠিয়ায় ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৬ জুন) রাত্রী আড়াইটার দিকে পুঠিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো তানোর উপজেলার হরিশপুর গ্রামের ইয়াকত আলীর ছেলে নাজমুল হক (২৮), মহানগরীর রাজপাড়া থানার বশরী হাইটেক পার্ক এলাকার মতিউর রহমানের ছেলে রুবেল হোসেন (৩০) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত. কোয়ামত উল্লাহ'র ছেলে হাবিবুর রহমান(৪৫)।
র্যাব ৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত্রী ২.৩০ ঘটিকায় পুঠিয়া বাজার এলাকায় র্যাবের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা, একটি পিকআপ, তিনটি মোবাইল, চারটি সিমকার্ড ও নগদ ৯ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০