রাজশাহীর পুঠিয়ায় ক্ষুদ্র চাল ব্যবসায়ী মন্টু (৪২) গাছের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ গাছে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে।
মঙ্গলবার দিবাগত রাতে পুঠিয়ার মোহনপুর মাষ্টার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি মৃত মনির উদ্দিনের ছেলে। নিহতের স্ত্রী ও দু'টি ছেলে রয়েছে।
জানাগেছে, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে বাইরে বের হতেই বাড়ির সাথে বাতাবি লেবুর গাছে রশিতে ঝুলে মৃত অবস্থায় দেখতে পায় মন্টুর স্ত্রী। তার চিৎকারে প্রতিেবশিরা আসে। পরে তারা পুঠিয়া থানায় খবর দেয়।
প্রতিবেশি আব্দুল বারী জানান, মন্টু চাল কেনাবেচা করত। কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিল। ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে আরও বেশি অভাবগ্রস্থ হয়ে পড়েন তিনি।
মন্টুর স্ত্রী বিলকিস খাতুন জানান, অভাবের সংসার। কিছুদিন থেকে তার মাথা ঠিক ছিল না। মানসিক অশান্তিতে ভুগতো বেশির ভাগ সময়। একারণে তার স্বামী আত্মহত্যা করতে পারে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, পরিবেশ পরিস্থিতি দেখে মনে হচ্ছে এরা খুব গরীব মানুষ। মানষিক টেনশন থেকে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে মনে হয়।
বিএ:
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০