রাজশাহীর পুঠিয়ায় কলেজছাত্রী শারমিন খাতুন (২৪) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি পুঠিয়া মহিলা কলেজের ছাত্রী ছিলেন।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে পুঠিয়ার পালোপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। একই গ্রামের কলা ব্যবসায়ী আক্তার আলীর মেয়ে তিনি। শারমিনের মাথায় সমস্যা ছিল বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
তার ভার্সিটি পড়ুয়া ভাই মিজানুর রহমান জানান, সকাল ছয়টায় ঘুম থেকে উঠে দিকে শারমিনের সাথে কথা হয়েছে তার। পরে গরুর খাবার রাখা ঘরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সবকিছু শুনে তাদের পারিবারিক অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০