রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা এলাকায় হেলমেট বাহিনীর তৎপরতার অভিযোগ করেছেন। হেলমেট পরিহিত লোকজন স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প ভাঙ্চুর ও ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে।
পুঠিয়ার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের আর দুইদিন বাকি। আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার এ ভোট অনুষ্ঠিত হবে। তবে ভোটাররা ভোট দিতে পারবেন কিনা এ বিষয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর ভালুকগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একরামুল হকের (আনারস) পশ্চিমভাগ ও ধোকড়াকুল এলাকার নির্বাচনী ক্যাম্প ভাঙ্চুর করার অভিযোগ উঠেছে। তিনটি মোটরসাইকেলে এসে এই দুইটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বলে জানান আনারসের সমর্থক আব্দুল বারী।
এসময় ভাঙচুরকারীরা হেলমেট পরে ছিল বলে জানান তিনি। এদিকে হাবলু নামের আনারস সমর্থককে মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ। তার বাড়ি ভালুকগাছির তেলিয়াপাড়ায়।
এদিকে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কার্তিকপাড়া বাজারসহ বিভিন্ন জায়গায় নৌকা প্রার্থীর লোকজন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ তুলেছেন। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, এসব বিষয় অবগত আছি। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা ফোন করে তাদের অভিযোগ জানিয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, ভালুকগাছি নৌকা প্রার্থীর করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের কোনো অভিযোগ পাইনি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০