পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ইউনিয়ন পর্যায়ে সুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধোপাপাড়া মেমোরিয়্যাল ডিগ্রী মহাবিদ্যালয় চত্বরে জিউপাড়া ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে প্রতিযোগিদের প্রতিযোগিতার অনুষ্ঠানে ধোপাপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সফিউল ইসলামের সভাপতিত্বে ও উক্ত মহাবিদ্যালয়ের প্রভাষক সাজেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ধোপাপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক নুরুল ইসলাম, প্রভাষক ইউসুফ আলী, সহকারী শিক্ষক
আব্দুল মান্নান প্রমুখ। প্রতিযোগিতায় জিউপাড়া ইউনিয়নের কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। এতে কলেজ পর্যায়ে ধোপাপাড়া মেমোরিয়্যাল ডিগ্রী মহাবিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ঝলমালিয়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উজালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রথম হয়।
আর/এন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০