রাজশাহীর পুঠিয়ায় রাজশাহী জেলা আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদের মোটরসাইকেল শোডাউনে হামলা ও ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন।
এতে পাঁচজন আহত এবং ছয়টি মোটরসাইকেল, একটি পিকআপ ও একটি মাইক্রোবাস ভাঙ্চুর করা হয়।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝলমলিয়া বাজারে এ ঘটনা ঘটে। গুরতর আহত হিমেল আলীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহসানুল হক মাসুদ জানান, রোববার আমরা বেলপুকুর থেকে সেনভাগ পর্যন্ত মোটরসাইকেল শোডাউন করি। এক পর্যায়ে পুঠিয়ার ঝলমলিয়া পৌঁছলে গোলাম সারোয়ার রাসেল, ইমেল সরদার, আল আমিন সরদার, নাসির সরদার ও রকি সরদারসহ বেশ কিছু লোকজন লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে।
এতে কয়েকজন আহত হয় এবং কয়েকটি গাড়ি ভাঙ্চুর করা হয়। হামলাকারীদের প্রত্যেকের বাড়ি পুঠিয়ার কানাইপাড়া গ্রামে। এবিষয়ে মঙ্গলবার মামলা করা হবে বলে তিনি জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। আহতরা মঙ্গলবার মামলা করবেন বলে জানতে পেরেছি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০