পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: পুঠিয়ায় বিজয় দিবস আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট চ্যম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা দল। শুক্রবার বিকাল তিন পুঠিয়া পিএন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুষ্টিয়া জেলা দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে তার চ্যাম্পিয়ান হওয়া গৌরব অর্জন করে। ফাইনাল খেলার প্রথমার্ধের খেলা গোল শুণ্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলা রাজশাহী দলের ১১ নম্বর জার্সি পরিহীত খেলোয়ার নয়ন একমাত্র গোলে রাজশাহী জেলা দল জয় লাভ করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজীত দলে খেলোয়ার নয়ন। খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান। সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন জয়ন্ত সরকার ও ফরহাদ ব্যাপারী। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলে খেলোয়ারদের হাতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, পুঠিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহামনা. পুঠিয়া সকল ইউনিয়নের চেয়াম্যানগণ ও পুঠিয়া উপজেলার প্রাক্তন খেলায়াবৃন্দ। মাঠে বিপুল পরিমান দর্শক উপস্থিত হয়ে ফাইনাল খেলাটি উপভোগ করেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০