রাজশাহীর পুঠিয়ায় আইন শৃঙ্খলার অবনতি ও চেয়ারম্যানদের কথার মূল্যায়ন না হওয়ায় মাসিক সভা বর্জন করেছেন স্থানীয় চেয়ারম্যানরা।
মঙ্গলবার (২ মে) পুঠিয়া উপজেলা প্রশাসনের সভাকক্ষে মাসিক সভা চলাকালে তা বর্জন করে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে আসেন । এতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনে আরা বেগম, বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি এই মাসিক সভা বর্জন করেন।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান বলেন, প্রশাসনের সহযোগিতায় যত্রতত্র পুকুর খনন চলছে। আমরা অনেকদিন ধরে তা বন্ধ করতে বলছি। কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা জনপ্রতিনিধি। মানুষের কাছে আমাদের জবাবদিহিতা আছে। তাই মঙ্গলবার মাসিক সভা বর্জন করেছি।
বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল বলেন, আমি বিএনপির সমর্থক। তাই আমাকে উপজেলা প্রশাসন মাসিক সভা সম্পর্কে অবগত করেন না।
বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, সম্প্রতি আইন শৃঙ্খলার অবনতি সহ পুকুর খনন চলছে উৎসবের সাথে। কিন্তু উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ নেন না। তাই মাসিক সভা বর্জন করেছি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু জানান, একটু সমস্যা হয়েছে। আগামী মাসিক সভার আগে এর সমাধান হয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মো. আনাছ জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসিক মিটিংয়ে উপস্থিত ছিলেন। এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০