রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়ায় অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরাও অংশ নেন। মানববন্ধনে বক্তারা একজন প্রভাবশালী জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের মদদে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ করেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) সোয়া ১১ টার দিকে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ওই ইউনিয়নের শত শত মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।
বক্তারা বলেন, বর্ষাকালে এই এলাকার মানুষ সীমাহীন কষ্ট ভোগ করে। জমি ফসল রাস্তা পানিতে ডুবে যায়। এরপর অবৈধভাবে পুকুর খননের কাজ চলছে পুরোদমে। এসব প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।
এসময় প্রভাবশালী একজন জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অবৈধভাবে পুকুর খনন বন্ধ করা না হলে উপজেলা প্রশাসন এমনকি ডিসি অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারী দেন তারা।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০