খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক সামান্য কমেছে। রোববার লেনদেন শুরুর পর প্রথম দুই ঘণ্টায় সূচকে ঊর্ধ্বগতি থাকলেও নেতিবাচক অবস্থায় দিনের লেনদেন শেষ হয়। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ২২৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৬৩ কোটি ৬৭ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিলো।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৫ পয়েন্টে।
অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৭৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০