খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নেত্রকোনার শ্যামগঞ্জের বিরিশিরি সড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় তিন শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে বিরিশিরি সড়কের দুর্গাপুর কালামার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে একটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা পিকআপ ভ্যানে করে বিরিশিরি এলাকায় শিক্ষা সফর শেষে ফিরছিলেন। এ সময় বিরিশিরি সড়কের দুর্গাপুর কালামার্কেট এলাকায় আসলে একটি বালুবাহী ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করে জারিয়া এলাকায় রাখা হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০