ফুটবল বিশ্বকে চমকে দিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না লিওনেল মেসি। পিএসজিতে গিয়ে পায়ের জাদু দেখাতে সময়ই লেগেছিল লিওনেল মেসির।
অবশেষে গত সেপ্টেম্বরের ২৯ তারিখ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে পিএসজির হয়ে খাতা খোলেন মেসি।
শুক্রবার (১৭ ডিসেম্বর) এ খবর জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ও চ্যাম্পিয়ন্স লিগের আয়োজক উয়েফা। আজই ছিল ভোট দেওয়ার শেষ সময়।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৭৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শট দিয়ে গোলটি করেছিলেন তিনি। মেসির সেই গোলটিই এবার সেরার মর্যাদা পেল।
এবারের আসরের গ্রুপ পর্বের সেরা গোল বাছাই করতে ১৩ ডিসেম্বর দশটি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল আয়োজক উয়েফা।
সর্বোচ্চ ২২ শতাংশ ভোট পেয়ে সেরা গোল নির্বাচিত হয়েছে ম্যান সিটির বিপক্ষে করা মেসির গোলটি।দ্বিতীয় সর্বোচ্চ ১৪ শতাংশ ভোট পেয়েছে লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার গোল।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০