খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি) শিবিরে আগেই ফিরেছেন ব্রাজিল ফরোয়ার্ড নেইমার। এবার লিগ ওয়ানের দলটির হয়ে মূল অনুশীলনে নামছেন এই তারকা ফুটবলার। তবে রাশিয়া বিশ্বকাপের আগে ২৫ বছর বয়সী এই তারকা মাঠে ফেরায় পিএসজির চেয়েও এখন বেশি স্বস্তিতে খোদ ব্রাজিলিয়ানরা। কারণ নেইমারকে ঘিরেই যে সেলেকাওদের হেক্সা জয়ের সব স্বপ্ন।
এদিকে পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পিএসজির ট্রেনিং ক্যাম্পে যোগ দিচ্ছেন নেইমার। সেখানে বল নিয়ে নিজের শারীরিক প্রস্তুতি নেবেন। ক্লাবটির পক্ষ থেকে আরও জানানো হয়, শনিবার চিকিৎসকের দেয়া রিপোর্ট অনুযায়ী ব্রাজিলিয়ান তারকার অবস্থা বেশ ভালো। ডান পায়ের ফিফথ মেটাটারসালের ইনজুরি কাটিয়ে বেশ ফিট তিনি।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে ডান পায়ে চোট পান বিশ্বর সবচেয়ে দামি ফুটবলার। এর এক সপ্তাহ পরেই তাকে ফ্রান্স থেকে ব্রাজিলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার অস্ত্রোপচার থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা চলছিল। তবে এখন অনেকটাই সুস্থ এবারের রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের স্বপ্নের নায়ক নেইমার।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০