খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বৃষ্টির কারণে কার্টেল ওভারের এলিমিনিটরে করাচি কিংসকে হারিয়ে পিএসএলের ফাইনাল নিশ্চিত করলো তামিমের পেশোয়ার।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে ১৭০ রানে থামে পেশোয়ার। ব্যাটিংয়ের শুরু থেকেই বেশ ছন্দে ছিলো দুই ওপেনার কামরান আকমল ও আন্দ্রে ফ্লেচার। দুইজন মিলেই করেন শতরানের জুটি। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন আকমল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন ফ্লেচার। তাদের ইনিংসে ভর করেই করাচিকে ১৭১ রানের টার্গেট দেয় পেশোয়ার।
১৭১ রানের জবাবে ব্যাট শুরুটা ভালো হয়নি করাচির। ১ রান করে সাজঘরে ফিরেন ওপেনার মুক্তার আহমেদ। পরে দ্বিতীয় উইকেটে বাবর আজম ও ডেনলি ১১৭ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখালেও জয়ের দেখা পায়নি করাচি। ২ উইকেটে ১৫২ রানে থেমে যায় তাদের ইনিংস। ৭৯ রানে অপরাজিত থাকেন ডেনলি।
ম্যাচ সেরা হয়েছেন পেশোয়ারের কামরান আকমল। ইনজুরির কারনে এই ম্যাচে জালমি একাদশে ছিলেন না বাংলাদেশি তামিম ইকবাল।
তবে আগামী ২৫ তারিখ ফাইনালে তামিমকে দেখো যেতে পারে বলে জানিয়েছে জালমি টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যে তামিমতে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০