আন্তর্জাতিক ডেস্ক: পার্টির প্রতিদ্বন্দ্বীদের রীতিমতো ‘অভ্যুত্থানের মুখে’ ক্ষমতাচ্যুত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তার স্থলাভিষিক্ত হয়েছেন স্কট মরিসন।
লিবারেল পার্টির হুইপ নোলা মারিনো বলেন, পার্টির অভ্যন্তরীন ভোটে স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটনকে ৪৫-৪০ ভোটে হারিয়ে পার্টির বর্তমান কোষাধ্যক্ষ মরিসন দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
টার্নবুল এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। দলের অধিকাংশ সংসদ সদস্য নেতৃত্ব নির্বাচনে ভোট আয়োজনের লিখিত দাবি জানালে তিনি রাজি হন।
আগামী নির্বাচনে ঘিরে ভোটের দুর্বল প্রস্তুতির অভিযোগ এবং পার্টির রক্ষণশীল সংসদ সদস্যদের বিদ্রোহের মুখে কার্যত সরে যেতে হলো টার্নবুলকে। যদিও শুরুর দিকে পদত্যাগ করতে গড়িমসি করছিলেন তিনি।
নতুন প্রধানমন্ত্রী মরিসন ‘টুরিজম অস্ট্রেলিয়া’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপকেও নেতৃত্বের জন্য মনোনয়ন দেয়া হয়েছিল। তবে তিনি ফাইনাল রাউন্ড পর্যন্ত যেতে পারেননি।
/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০