পাবনা প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাবনা জেলা যুব মহিলা লীগের সম্মেলন বৃহস্পতিবার বেলা ১২টায় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পাবনা জেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে অ্যাড. আরেফা খানম শেফালীকে সভাপতি ও প্রভাষক কোহিনুর ফেরদৌস কণাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ঠ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আইরিন কিবরিয়া কেকা, তাওহিদা তানমান স্বাতী, যুগ্ম সম্পাদক রোকসানা পারভীন কনক, সাংগঠনিক সম্পাদক তাসমিনা রহমান শম্পা, দপ্তর সম্পাদক অ্যাড. রুনু, প্রচার সম্পাদক সাদিয়া আফরীন অন্তরা, অর্থ সম্পাদক আজমেরী হাসনাত আশা।
এছাড়াও সদর উপজেলা যুব মহিলা লীগে অ্যাড. সানজিদা পারভীন দীপা সভাপতি, সাধারণ সম্পাদক রোমানা আক্তার মিতু এবং পৌর যুব মহিলা লীগে সাদিয়া আফরিন কথা সভাপতি, শাম্মী আক্তার শিউলিকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন খান রিমি। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ অ্যাড. শামসুল হক টুকু এমপি।
পাবনা জেলা যুব মহিলা লীগের সভানেত্রী অ্যাড. সালমা আক্তার শিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা অ্যাড. আরেফা খানম শেফালীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা মহিলা লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামছুর নাহার রেখা প্রমূখ।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০