পাবনা ব্যুরো: শীতের প্রকোপে পাবনায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগ। গত ২৪ ঘন্টায় ২৬১ জন রোগীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ২২ শিশুসহ ৩৪ জন ভর্তি হয়েছে। এ ছাড়া নতুন করে নিউমোনিয়া আক্রান্ত ৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা জেনারেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা: নীতীশ কুমার কুন্ডু জানান, শিশু রোগীর ভিতরে ডায়রিয়া এবং নিমোনিয়া রোগে আক্রান্তের হার খুব বেশি। তবে শীত যখন বেশি পড়ে যায় তখন রোগী কম থাকে। আমাদের এখানে যখন শীত শুরু হয় নভেম্বর মাস তখন প্রচুর রোগী ভর্তি থাকে। শীত যখন কমতে থাকে তখন আবার ডায়রিয়া বলতে ভাইরাস জনিত রোটা ভায়রাল ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়তে থাকে।
এদিকে, মঙ্গলবার সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ঝলমলে রোদ দেখা যায়। তবে সারাদিন রোদের মুখ দেখা গেলেও হিমেল বাতাসে শীতের তীব্রতা কমেনি।
পাবনার ঈশ্বরদী’র আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুল খালেক সরকার জানান, মঙ্গলবার সকালে ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গত দু’দিন ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০