পাবনা ব্যুরো: পাবনার চাটমোহরে এক হিন্দু কবিরাজকে তার নিজ বাড়িতে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম হারাধন ভট্টাচার্য (৭০)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হারাধন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত পার্বতীনাথ ভট্টাচার্যের ছেলে। তিনি চিরকুমার ছিলেন বলে জানিয়েছেন আত্মীয়রা।
নিহতের ভাতিজা তুষার ভট্টাচার্য জানান, ‘খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়ে দেখি তার হাত-পা বাঁধা মৃতদেহ পড়ে আছে। পরে আমরা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পৌঁছেছে।
তিনি আরো জানান, প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি, ৩/৪ জন বোরকা পরা নারী এ বাড়িতে এসেছিল। তারা বাড়ি থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা নিজ ঘরে হারাধন ভট্টাচার্যকে হাত-পা বাঁধা ও মৃত অবস্থায় দেখতে পায়। ঘর তছনছ অবস্থায় পাওয়া গেছে, আর ঘরের মধ্যে ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে। কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে শ্বাসরোধ করে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রতিবেদন তৈরির কাজ চলছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০