পাবনা ব্যুরো: পাবনার চাটমোহরে সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার এজাহার নামীয় আসামী আরেক ছাত্রলীগ নেতা শামীম হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।
হত্যাকান্ডের একমাসের মাথায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শামীম হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বাড়ি চাটমোহর উপজেলার মারিয়া স্থল গ্রামে।
এর আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র গত ১৫ জুন রোববার সন্ধ্যায় হান্ডিয়াল বাজারে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের ওপর কয়েকজন যুবক অতর্কিত হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান হাবিব।
এ ঘটনায় নিহত হাবিবের বাবা আবদুর রাজ্জাক বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের একমাসের মাথায় এই প্রথম এজাহার নামীয় একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হাবিব হত্যা মামলার সব আসামী আত্মগোপনে আছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় পার্শ¦বর্তী গুরুদাসপুর এলাকা থেকে শামীমকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীরাও খুব অল্প সময়ের মধ্যে আটক হবে বলে জানান ওসি।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০