পাবনা প্রতিনিধি: পাবনায় সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ময়না খাতুন নামের ৮ বছরের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার সকালে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের শ্রীপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত ময়না সদর উপজেলার শ্রীকোল গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। সে শ্রীকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, এদিন সকালে ময়না পরিবারের সদস্যদের সাথে শ্রীকোল থেকে পাবনা শহরে আসার পথে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের শ্রীপুর সাথান নামক স্থানে পৌছালে সিএনজি চালিত দুই অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষনা করেন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০