পাবনা ব্যুরো: পাবনার সুজানগর উপজেলার চিনাখড়ায় বাসের চাপায় স্কুলছাত্রসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত একটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া বাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন; সুজানগর উপজেলার আন্ধারকোটা গ্রামের মৃত আবুর কাশেমের ছেলে হারুনুর রশিদ (২৪), সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের অটোভ্যান চালক ইলিয়াস আলী (৪৭) ও চিনাখড়া উচ্চ বিদ্যারয়ের দশম শ্রেণির ছাত্র ও দুলাই ইউপি সদস্য আবুল কালাম আজাদের ছেলে সোহেল রানা (১৬)।
স্থানীয় দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান, পাবনা থেকে ঢাকাগামী সি লাইন নামের একটি যাত্রীবাহি বাস চিনাখড়া স্কুল এন্ড কলেজের সামনে একটি অটোভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যান চালক ইলিয়াস মারা যান। বাকি দু’জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে করে এবং ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নিলেও চালক হেলপার পলাতক রয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০