পাবনা প্রতিনিধি: পাবনায় সুবিধা বঞ্চিত দুই শতাধিক শিশুর মাঝে ঈদের নতুন কাপড় ও ঈদ পালনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বাকশ ফাউন্ডেশন। গত সোমবার বিকালে পাবনা পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সুধীজন, সংগঠনের সদস্যবৃন্দ ও সুবিধা বঞ্চিত শিশুরা একসাথে ইফতার গ্রহন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মো. ইব্রাহিম, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ, পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আহমেদ উল হক রানা, এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি সোহেল হাসান শাহিন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক নরেশ মধু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রীতম কুমার দাস, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম, পাবনা কলেজের অধ্যক্ষ আতিকুল্লাহ সনজু, কিমিয়া গ্রুপের চেয়ারম্যান মোস্তফা জামাল শামীম, সাউথইষ্ট ব্যাংকের ব্যবস্থাপক আলী হায়দার শাহিন, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বাচ্চু, ফারুক কবির খান লিও, পাবনা এ্যাপেক্স ক্লাবের সভাপতি ডা. মনজুর এলাহী, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইদা শবনম, সংগঠনের উপদেষ্টা ও যমুনা টিভির পাবনা প্রতিনিধি ছিফাত রহমান সনম সহ সুধীজনেরা অংশ নেন।
ইফতারের পুর্বে দেশ ও জাতির অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি মেহেদী হাসান দুলাল, সাধারন সম্পাদক ফজলুর রহমান কাজলসহ ফাউন্ডেশনের সদস্য সদস্যাবৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০