নিজস্ব প্রতিবেদক :
আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে নৃশংস হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ আগস্ট শুক্রবার সকাল ১০ টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে এ মানববন্ধন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
মানববন্ধন থেকে আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক নদী হত্যাকাণ্ডে জড়িত দোষীদের শাস্তি দাবি করা হয়। সাংবাদিক হত্যার বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানান সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খবর ২৪ঘন্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০