পাবনা ব্যুরো: পাবনার ঈশ্বরদীতে স্থানীয় সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ও উপজেলা যুবলীগ সভাপতি সিরহান শরীফ তমালের নেতৃত্বাধীন একদল ক্যাডারবাহিনী। এসময় চার সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। আজ বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, পাবনায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে নেতাকর্মিদের ঐক্যবদ্ধ করতে মাইকিংসহ প্রচারাভিযান চালাচ্ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী এডভোকেট রবিউল আলম বুদু। এসময় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ও উপজেলা যুবলীগ সভাপতি সিরহান শরীফ তমালের নেতৃত্বাধীন একদল ক্যাডারবাহিনী এ প্রচারাভিযানে বাধা দেয় এবং হামলা চালায়। সাংবাদিকরা এ ঘটনার তথ্য সংগ্রহ ও ভিডিও স্থির চিত্র ধারণ করতে গেলে ক্যাডাররা তাদের উপরও হামলা চালায়। এতে এটিএন বাংলার রিজভী জয়, সময় টিভির সৈকত আফরোজ আসাদ, ডিবিসির পার্থ ও এটিএন নিউজের ক্যামেরাপারসন মিলন আহত হন। গুরুতর আহত রিজভী ও সৈকতকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদরে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছে হামলাকারীরা এসময় সাংবাদিকদের ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০