পাবনা প্রতিনিধি: পাবনায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন পাবনার নবাগত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (পিপিএম)।মঙ্গলবার দুপুরে পাবনার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (পিপিএম) সংবাদকর্মীদের কাছ থেকে পাবনার বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা শোনেন এবং সমস্যগুলো সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শামীমা আক্তার।
এর আগে সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি শেখ রফিকুল ইসলাম পাবনায় পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। আর বিদায়ী পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম) চাঁদপুরে পুলিশ সুপার হিসাবে যোগ দেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০