পাবনা ব্যুরো: যথাযোগ্য মর্যাদায় পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে দুপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে গন সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম আহসান সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সহ সভাপতি আব্দুল হামদি মাস্টার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০