পাবনা প্রতিনিধি:
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পাবনায় শুরু হলো দশদিনব্যাপী পুষ্পমেলা। সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে পুষ্পমেলার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহীদ, মাস্টার নার্সারীর স্বত্তাধিকারী আব্দুর রশিদ, মিশন নার্সারীর স্বত্তাধিকারী কামাল হোসেনসহ অনেকে। এ সময় আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, মেহেদী হাসান এপ্রিলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পাবনায় বাণিজ্যিকভাবে ফুল চাষে আগ্রহী চাষিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরন সরবরাহ ও সরকারি অনুদান দেয়ার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। একইসাথে প্রকৃত ফুলচাষিদের কাছ থেকে ফুল ও গাছ কেনার আহবান জানানো হয়।
নার্সারী মালিকদের পৃষ্ঠপোষকতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি প্রাঙ্গনে আয়োজিত দশদিনব্যাপী এই পুষ্পমেলা শেষ হবে আগামি ১৭ ফেব্রুয়ারি।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০