পাবনা ব্যুরো: পাবনার বেড়া উপজেলায় প্রথম শ্রেনীর ছাত্র শিশু তামিম হোসেনকে (৬) শ্বাসরোধে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ উদ্ধার করে করে পুলিশ। নিহত তামিম উপজেলার খাকছড়া গ্রামের চকপাড়ার মনসুর আমীনের ছেলে।
বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু তামিম বুধবার সন্ধ্যার পর নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরিবার। বৃহস্পতিবার সকালে বাড়ির পিছনের দিকে তার লাশ পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০