পাবনা ব্যুরো: পাবনা সদর উপজেলার ভাড়ারায় একটি পরিত্যক্ত বাড়িতে মঙ্গলবার (১৪ জুলা) সকালে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো-সদর উপজেলার দ্বীপচর গ্রামের সিদ্দিক আলী (৫০) ও একই উপজেলার ভাড়ারা গ্রামের নুর আলী খাঁ (৪৫)।
র্যাব-১২ সিরাজগঞ্জের স্পেশাল কোম্পানীর কমান্ডার এএসপি শফিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাড়ারায় পরিত্যক্ত একটি বাড়িতে অস্ত্রসহ সন্ত্রাসীরা বড় ধরণের নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর সময়ে উল্লেখিত দুইজনকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার, ১টি বিদেশী শটগান ও ১৫ রাউন্ড গুলি এবং ৩টি মোবাইল ফোন সেট উদ্ধার করে র্যাব সদস্যরা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০