পাবনা ব্যুরো: জমি নিয়ে বিরোধের জেরে পাবনায় নুহু খান (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের উত্তর রাঘবপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত নুহু আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের মো: সুজন খানের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, রোববার সন্ধ্যায় নুহুকে ছুরিকাঘাতে আহত করে সদর উপজেলার উত্তর রাঘবপুর গ্রামে রাস্তার পাশে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নুহু খান।
ওসি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করা করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে এলাকাবাসী সুত্রে জানা গেছে, জমি নিয়ে চাচা আকুব্বর খানের সাথে তার ভাতিজাদের বিরোধ চলছিল। এরই জেরে দুই সপ্তাহ আগে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভাতিজা নজরুল ইসলাম ও তার ছেলে আহত হয়। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তাদের দেখতে নুহু খান রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। প্রাথমিক ধারণা, সেই বিরোধের জেরে নুহুকে হত্যা করা হতে পারে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০