পাবনা ব্যুরো: মহান বিজয় দিবস উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দিয়েছে পাবনা জেলা পুলিশ। একইসাথে ‘‘মুক্তিযোদ্ধা পুলিশের স্মৃতি কথা ; প্রেক্ষিতে পাবনা” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার দুপুরে পাবনা পুলিশ লাইন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সাবেক সহকারী মহাপরিদর্শক পুলিশ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, পাবনা চেম্বার অব কর্মাসের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ও মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মর্তুজা বিশ্বাস সনি।
মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন, বীর পুলিশ মুক্তিযোদ্ধা সোহরাব হসেন, আবুল খায়ের, শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা আব্বাস আলীর সন্তান আজাহার আলী, মঞ্জুর আলম। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘‘মুক্তিযোদ্ধা পুলিশের স্মৃতি কথা ; প্রেক্ষিতে পাবনা” শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০