পাবনা ব্যুরো: পাবনার সাঁথিয়া উপজেলায় মঙ্গলবার (৩০ জুন) দুপুরে অভিযান চালিয়ে ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলসহ নিম্নমানের সিগারেট উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
জানা গেছে, পাবনা সদর ও সাঁিথয়া, বেড়া উপজেলাসহ জেলার ৯টি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে মনমোহন কোম্পানীর আসান গোল্ড ব্রান্ডসহ বিভিন্ন অখ্যাত কোম্পানীর ব্যান্ডরোল বিহীন নিম্নমানের সিগারেটে বাজার সয়লাব হয়ে গেছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।
এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সাঁথিয়া থানা পুলিশ উপজেলার কাশীনাথপুর বাজারের বন্ধু ট্রেডার্সে অভিযান চালিয়ে কিছু সংখ্যক নি¤œমানের ব্যান্ডরোল বিহীন সিগারেট উদ্ধার করে। পরে উপজেলার ছাতক বরাট এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে ৫০ হাজার শলাকা নি¤œমানের সিগারেট উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিগারেটের ডিলাররা পালিয়ে যায়। আটককৃত সিগারেটের মুল্যে প্রায় এক লক্ষ টাকা।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে সাঁিথয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই সব ব্যান্ডরোল বিহীন সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০