পাবনা ব্যুরো: ‘অজি বাংলা স্মাইল’ নামে ১১ জন অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল পাবনায় ঠোঁটকাটা, তালুকাটা এবং পোড়া রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান শুরু করেছেন।
এ উপলক্ষে রবিবার সকালে পাবনা মেডিকেল কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা, রিয়াজুল হক রেজা, পাবনা সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন, পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহমুদুল হাসান ও অস্ট্রেলিয়ার চিকিৎসকরা।
সংশ্লিষ্টরা জানান, শনিবার থেকে রোগী দেখা শুরু হয় এবং রবিবার অপারেশন করা হয়। প্রথমদিনে মোট ৬ জন রোগীর অপারেশ করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্থানীয় চিকিৎসকরা অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসদের কাছ থেকে অভিজ্ঞতা নিচ্ছেন। পাবনা মেডিক্যাল কলেজের উদ্যোগে এই সেবা প্রদান চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত।
প্রসঙ্গত: ‘অজি বাংলা স্মাইল’ টিম ২০০৭ সাল থেকে প্রতিবছর বাংলাদেশে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এই দীর্ঘ ৮ বছরে তারা ৭২০ জনের অধিক ব্যক্তিকে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করেছেন। এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা একজন বাংলাদেশী চিকিৎসক ড. হাসান সারোয়ার।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০