পাবনা ব্যুরো: উৎসব মুখর পরিবেশে শনিবার পাবনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো চট্টগ্রামের ঐতিহ্যবাহি জব্বারের বলি খেলা প্রতিযোগিতা। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জেলা ছাত্রলীগের সহযোগিতায় পাবনা জেলা কৃষকলীগ এই প্রতিযোগিতার আয়োজন করে।
সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আজ শনিবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। এ সময় ভূমিমন্ত্রী বলেন, অলস মস্তিস্ক শয়তানের কারখানা। খেলাধুলা করেই একজন মানুষ সুস্থ ও সৎ থাকতে পারে। প্রকৃত খেলোয়াড়দের মাঝে জঙ্গি হওয়ার বাসনা জাগে না। খেলাধুলা দিয়েই শয়তানের কারখানা জঙ্গি আস্তানা ধ্বংস হবে।
এ সময় অন্যান্যের মধ্যে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির, লতিফ গ্রুপের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক তৌফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেল ৩টা থেকে শুরু হয়ে একটানা রাত আটটা পর্যন্ত খেলা চলে। খেলায় চট্রগ্রামের ২৩ জন ও পাবনার ২০ জন সহ মোট ৪৩ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চট্টগ্রামের জীবন বলী এবং রানারআপ হয়েছেন পাবনার আব্দুল লতিফ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পরে মনোজ্ঞ লালন সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_20799" align="aligncenter" width="798"] khobor24ghonta.com[/caption]
জব্বারের বলি খেলা দেখতে উপচে পড়া ভীড় জমে বিভিন্ন বয়সী দর্শকদের। জব্বারের বলি পাবনায় আয়োজন করায় আয়োজকদের সাধুবাদ জানান পাবনাবাসী। চট্টগ্রামের ঐতিহ্যবাহি এই প্রতিযোগিতা সারাদেশে ছড়িয়ে দেয়ার দাবি জানিয়েছেন সবাই।
এ বিষয়ে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম বলেন, বিলুপ্তপ্রায় দেশীয় কিছু খেলাধুলাকে বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেয়ার জন্যই পাবনায় ঘোড়দৌড়, লাঠিখেলা ইত্যাদির পাশাপাশি এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে চট্রগ্রামের ঐতিহ্যবাহী ‘জব্বারের বলী খেলা’র আয়োজন করা হলো।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০