পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনিরুল ইসলাম (২৫) নামের এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ইজারুল ইসলাম। শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, কুলুনিয়া গ্রামের প্রতিবেশি সাবেক মেম্বার রবিউল ইসলাম ও মনিরুল ইসলামের মধ্যে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে দীর্ঘদিন। এরই জেরে শুক্রবার রাতে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুল কে ছুরিকাঘাত করে রবিউল।
এ সময় মনিরুলের বাবা ইজারুল বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন। তার বাবা ইজারুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই শামীম আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দয়েরের প্রস্তুতি চলছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০