পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরে বসতবাড়ীর শয়ন কক্ষে রাখা পানির পাত্রে পড়ে চার মাস বয়সী যমজ দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮স আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিবারের বরাত দিয়ে সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, উপজেলার কাশীনাথপুর গ্রামের জেলাল মোল্লার চার মাস বয়সী যমজ দুই শিশু সন্তান জিহাদ ও রিহাদকে নিয়ে এদিন দুপুরে তাদের মা ঘুমিয়েছিলেন। শিশুদের মা কলি খাতুন জানিয়েছেন, তার ঘুমিয়ে থাকার মধ্যেই কোনো এক সময়ে দুই শিশু একসাথে শয়নকক্ষের খাটের নীচে বাচ্চাদের গোসলের জন্য রাখা বড় একটি পানির পাত্রের মধ্যে পড়ে যায়। ঘুম থেকে উঠে শিশুদেরকে ওই পাত্রের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০