পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন চেযারম্যান প্রার্থী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।
নিহত ইয়াসিন আলম আনারস প্রতিকের স্বতন্ত্র চেযারম্যান প্রার্থী ছিলেন। তাকে মুমুর্ষূ অবস্থায় পাবনা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যান।
গুলিবিদ্ধসহ আহতদের পাবনা জেনারেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে সকালে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহামুদ খান সমর্থক ও নৌকা প্রতিকের আবু সাঈদ খান সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলমসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে চিকিৎসক।
রাজশাহী যাবার পথে নাটোরের বনপাড়া এলাকায় পৌঁছালে ইয়াসিন আলম মারা যান।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০