পাবনা ব্যুরো: নিখোঁজের তিনদিন পর পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামে সুমনা (৪) নামে এক কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাতটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সুমনা উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের সোনাহারা গ্রামের সজিব হোসেনের মেয়ে।
শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম আজাদ জানান, গত শনিবার (১৪ মার্চ) বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু সুমনা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পিতা সজিব পরদিন রোববার (১৫ মার্চ) থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
মঙ্গলবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে কিছুদূরে জনৈক রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ির বারান্দার শিশু সুমনার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০