পাবনা প্রতিনিধি: ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে রোববার পাবনায় পালিত হয়েছে জাতীয় ভ্যাট দিবস। সকাল ১১টায় বেলুন উড়িয়ে ভ্যাট সপ্তাহের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক রেখা রানী বালো।
পরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ পাবনার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে দোয়েল কমিউনিটি সেন্টারে অনু্িষ্ঠত হয় আলোচনা সভা। ভ্যাট বিভাগ পাবনার উপকমিশনার শাফায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, সহ-সভাপতি ফোরকান রেজা বাদশা, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও পাবনা চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, পাবনা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু, সহ-সভাপতি তৌহিদুজ্জামান, পাবনা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক। আলোচনায় বক্তারা সবাইকে ভ্যাট প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। এসব অনুষ্ঠানে ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০