পাবনায় ট্রেনের ধাক্কায় একজন নিহত : আহত ৫ জন - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২১, ২:০৯ পি.এম
পাবনায় ট্রেনের ধাক্কায় একজন নিহত : আহত ৫ জন
পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ স্টেশনের কাছে ঢালারচর একপ্রেস ট্রেন এর ধাক্কায় ইট বহনকারি ট্রলির এক শ্রমিক নিহত এবং ট্রলির চালকসহ অপর ৫জন আহত হন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাঁতিবন্দ রেলস্টেশনের কাছে হুদারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক দবির খাঁ (৫০) উপজেলার হুদারপাড়া গ্রামের মৃত ফকির খাঁ'র ছেলে।
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী ও সুজানগর থানার ওসি মোঃ বদরুদ্দোজা জানান, ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি বেড়া উপজেলার ঢালারচর স্টেশন থেকে রাজশাহী যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি তাঁতীবন্দ স্টেশনের অদূরে হুদারপাড়া এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে ইট বোঝাই ট্রলিটি অসতর্কতায় রেললাইন পার হওয়ার জন্য রেললাইনে উঠে পড়ে।
এসময় ট্রেনটি ট্রলিকে ধাক্কা দিলে ট্রলিটি দুমড়ে মুচড়ে যায় এবং শ্রমিক দবির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। ট্রলির চালকসহ গুরুতর আহত ৫ শ্রমিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০