পাবনার সাঁথিয়ার পাথাইলহাটে মোটরসাইকেল ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার জালাপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল ( ৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) অপরজন উভয়ের চাচা জুরান মোল্লার ছেলে মতিন(৬০)। স্থানীয়রা জানান নিহতরা একই পরিবারের আপন চাচা ভাতিজা।
শুক্রবার বিকেল ৫ টার দিকে মোটরসাইকেলে করে তারা ৩ জন শাহজাদপুরের দিকে যাচ্ছিল। ছোট পাথাইলহাট নামক স্থানে একটি মিনি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান এসে তাদের চাপা দিলে মতিন ঘটনাস্থলেই মারা যায়।
পরে স্থানীয়রা জুয়েল ও সুরুজ্জামানকে এনায়েতপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
সাঁথিয়া থানার ওসি তদন্ত কমল কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০