পাবনা ব্যুরো: পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে শুরু হেেয়ছে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রায় বিভিন্্ন দপ্তরের কর্মকর্তা কমচারীবৃন্দসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন। পরে কলেজ মাঠে বেলুন উড়িয়ে মেলার সুচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
মেলায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ১০৮টি স্টল অংশগ্রহন করেছে। এই মেলা ঘিরে আয়োজন করা হয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা। আগামী ১৩ জানুয়ারি সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে উন্নয়ন মেলা।
আয়োজকরা জানান, সরকারের ভবিষ্যত কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সফলতা ও এসডিজি বাস্তবায়নে জনগনকে উদ্বুদ্ধকরণ সল প্রকার উন্নয়নমূলক কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এই মেলার আয়োজন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০