পাবনা প্রতিনিধি: নাশকতার পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী উষ্কানিমূলক প্রচারপত্র বিলির অভিযোগে পাবনা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক পাবনা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইল হোসাইনসহ সাতজনকে গ্রেফতার করেছে পাবনা ডিবি পুলিশ।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে রাত ৮টার দিকে পাবনা পৌর এলাকার পাথরতলা মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শহরের পাথরতলা এলাকা থেকে নাশকতার পরিকল্পনা করার সময় সরকারবিরোধী লিফলেটসহ জামায়াত শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ইকবাল হোসাইনও রয়েছেন।
জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। আটকদের বিরুদ্ধে পাবনা সদর থানায় এর আগে নাশকতাসহ বেশ কিছু মামলা রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০