পাবনা ব্যুরো: পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে এক গৃহবধূ কীটনাশক বিষপানে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ হলেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের মোনায়েম প্রাং ওরফে মোলামের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন (৪০)। জানা গেছে,পারিবারিক কলহের কারণে রোববার আঞ্জুয়ারা কীটনাশক বিষপান করেন। তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী নেওয়ার পথে রোববার রাতে মারা যান। সোমবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০