পাবনা প্রতিনিধি: পাবনার ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর নদী থেকে ইট ভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল দশটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শ্রমিকের নাম আরিফ হোসেন (২৪)। তিনি উপজেলার নেছড়াপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, সকালে উপজেলার বড়াল নদীতে ভাসমান এক যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা জানতে পেরে থানায় গিয়ে মরদেহটি আরিফের বলে সনাক্ত করেন। তার শরীরে আঘাতের চিহ্ন নেই।
পরিবারের বরাত দিয়ে ওসি ইমরান জানান, আরিফ স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। গত রবিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন।
কিভাবে আরিফের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, খতিয়ে দেখা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০