পাবনা ব্যুরো: পাবনার ঈশ্বরদীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় জাহিদ হোসেন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদ উপজেলার মুলাডুলি ইউনিয়নের
শেখপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পলাতক রয়েছে আরেক আসামী একই
গ্রামের আজিবর প্রামানিকের ছেলে শান্ত হোসেন (২২)।
ঈশ্বরদী থানার
পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, গত শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার
দিকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে ৫ম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় দুই
বখাটে জাহিদ ও শান্ত।
পরে স্থানীয় একটি আমবাগানে নিয়ে তারা
ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন
ছাত্রীকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে
রোববার (২৯ মার্চ) তাকে ভর্তি করা হয় পাবনা জেনারেল হাসপাতালে।
এ ঘটনায় সোমবার (৩০ মার্চ) সকালে ভিকটিমের মা বাদি হয়ে ওই দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরপর আজ দুপুরে পুলিশ অভিযান চালিয়ে আসামী জাহিদকে গ্রেপ্তার করে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০