1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাপিয়াদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে: আব্দুর রহমান - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

পাপিয়াদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে: আব্দুর রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্ুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান বলেছেন, আওয়ামী লীগে পাপিয়াদের দরকার নেই। পাপিয়াদের মতো সবাইকে দল থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। সেই প্রস্তুতি নিয়ে সবাইকে এগোতে হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুর রহমান বলেন, খালেদা জিয়ার মামলায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার। আদালত তার নিজস্ব গতিতে চলছে, চলবে। মূলত খালেদা জিয়া নিজের কৃতকর্মের ফল ভোগ করছেন। বিএনপি বার বার আন্দোলনের ভয় দেখায়। আন্দোলনের নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে বিএনপিকে কঠোর হস্তে দমন করা হবে।

কাউন্সিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিম।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী ইরাদত আলী ও সংরক্ষিত আসনের এমপি খোদেজা নাসরিন প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে খন্দকার সাইফুল ইসলামকে সভাপতি ও এএফএম শফিউদ্দিন পাতাকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য পাংশা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, সমাজসেবা ও গাড়ি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত অন্য তিনজন হলেন পাপিয়ার স্বামী মফিজুর রহমান, মফিজুরের ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকার ও পাপিয়ার ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লিতে যাওয়ার সময় বহির্গমন গেট থেকে মফিজুর ও সাব্বিরকে গ্রেফতার করা হয়। এরপর তাদের কাছ থেকে তথ্য পেয়ে রাজধানীর হোটেল ওয়েস্টিন থেকে পাপিয়া ও তায়্যিবাকে গ্রেফতার করা হয়।

পরে তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জাল টাকা উদ্ধার, অস্ত্র ও মাদকের পৃথক তিন মামলায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান ও মোহাম্মদ জসীম।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST