নিজস্ব প্রতিবেদক :
পেট ব্যথা নিয়ে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত রাজশাহী মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা সগির কোরাইশি। ওই ক্লিনিকের সার্জারী বিশেষজ্ঞ ডা. এমএ হান্নানের কাছে দেখান তিনি। ডাক্তার তাকে দেখার পর কয়েকটি টেস্ট লিখে দেন। আলট্রাসনো করার পর চিকিৎসক বলেন যে, তার পেটে পাথর রয়েছে অপারেশন করতে হবে। এরপর তিনি অপারেশন করার সিদ্ধান্ত ভেবে জানাবেন বলে বাড়ি ফিরে যান। বাড়ি ফেরার পর তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে সার্জারী চিকিৎসকের কাছে দেখান। সেখানে দেখার পর চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাফী করার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি সরকারী হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফী করান। এবার আল্ট্রাসনোগ্রাফী রিপোর্ট দেখে চিকিৎসক জানান, তার পেটে টিউমার রয়েছে। ওষুধ খেলেও সেরে যেতে পারে।
একই ব্যক্তির একই চিকিৎসায় দুই রকম রিপোর্ট হওয়ায় চিন্তার মধ্যে পড়ে যান তিনি। রোগী সগির কোরাইশি অভিযোগ করে বলেন, মেট্রোপলিটন হাসপাতালের আল্ট্রাসনোতে আমার পেটে পাথর আছে বলে জানানো হয় আর সরকারী হাসপাতালের রিপোর্টে টিউমার আছে বলে জানানো হয়। কোনটা সঠিক? একই রোগ দুই প্রতিষ্ঠানে আলাদা হওয়ায় বিপাকে পড়েছি। কোনটা বিশ্বাস করবো আমি? এ বিষয়ে মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজার নুরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে সুপারভাইজার লিটন বলেন, আমাদের আল্ট্রাসনো রিপোর্ট সঠিক। এটা ভুলের কিছু নেই। সরকারী হাসপাতালের রিপোর্ট ভুল হতে পারে। অন্য আরেক ডাক্তারের কাছে আল্ট্রাসনোগ্রাফী করলে কোন রিপোর্ট সঠিক তা বোঝা যাবে। তাই তিনি রোগীকে অন্য আরেক ডাক্তারের কাছে আল্ট্রাসনো করার পরামর্শ দেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০