খবর ২৪ ঘণ্টা ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বানিগালা বাসস্থানের আধাকিলোমিটার দূরে একটি প্লটে বিমান বিধ্বংসী আগ্নেয়াস্ত্রের এক ডজনেরও বেশি তাজা গোলা পাওয়া গেছে।
দেশটির পুলিশ জানিয়েছে, একটি বিদেশি মিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এসব গোলাবারুদ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।-খবর ডন অনলাইনের
পরবর্তীতে একটি টহলদল সেখানে গিয়ে জায়গাটি ঘিরে রাখে। সন্ত্রাসবিরোধী বাহিনী, অপরাধ তদন্ত সংস্থা ও বোমা অপসারণ স্কোয়াডসহ পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা বিমান বিধ্বংসী বন্দুকের ১৮টি তাজা বুলেট জব্দ করেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, গুলিগুলোর ব্যাপ্তি ৩০ এমএম। পুরনো হওয়ায় রঙ কিছুটা উঠে গেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আবাসন এলাকা হওয়ায় নিয়মিতভিত্তিতে তল্লাশি ও চিরুনি অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি ওই অঞ্চলে নিরাপদ বলে ঘোষণা করা হয়েছিল।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, গত দুই একদিনের মধ্যে কোনো এক ব্যক্তি এসব গুলি ওখানে নিয়ে গিয়েছিলেন। আবর্জনা স্তূপের ভেতর এগুলো লুকিয়ে রাখতে চেয়েছিলেন বলে মনে হচ্ছে।
ফরেনসিক পরীক্ষার জন্য গোলাগুলো পরীক্ষাগারে নেয়া হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০